শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার এক দিনে ৩৭টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারের মালিকানা নির্ধারণসংক্রান্ত রেকর্ড তারিখের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। আজ লেনদেন বন্ধের দিনে যাঁদের হাতে শেয়ার থাকবে, তাঁরাই কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ পাবেন।
এদিকে একসঙ্গে তিন ডজনের বেশি কোম্পানির লেনদেন বন্ধের প্রভাব সূচক ও লেনদেনে পড়ে কি না, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে দিনের লেনদেন শেষ হওয়া পর্যন্ত। আজ যেসব কোম্পানির লেনদেন বন্ধ থাকবে, তার মধ্যে ভালো মৌলভিত্তির কোম্পানি যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্বল মৌলভিত্তির কোম্পানিও। এ কারণে বাজারসংশ্লিষ্টরা বলছেন, ৩৭টি কোম্পানির লেনদেন বন্ধ থাকলেও শেষ পর্যন্ত সূচক বা লেনদেনের তার খুব বেশি নেতিবাচক প্রভাব না–ও পড়তে পারে।