'এক মাসের টাকা অর্ধেক মাসেই ফুরাল'—ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যানটিনে গত বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে বিল পরিশোধের পর ম্যানিব্যাগের দিকে তাকিয়ে এমন উক্তি করতে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল মিয়াকে। খাবারের দাম বাড়ায় পুরো মাসের টাকা এখন তার অর্ধেক মাসের খাবারের পেছনে খরচ হয়ে যায়।
জুয়েল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগে ১০০ টাকা দিয়ে ৩ বেলার খাবার খাওয়া যেত। এখন ৩ বেলার খাবার খেতে ১৫০ টাকা লাগে। কিন্তু সে তুলনায় খাবারের মান বাড়েনি।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হলেই খাবারের দাম বেড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দাম বাড়লেও মান বাড়েনি খাবারের।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফিরোজ ডেইলি স্টারকে বলেন, 'প্রতি বেলা খাবারে অন্তত ১০ থেকে ১৫ টাকা বেশি খরচ হচ্ছে। অথচ আয় তো বাড়েই নাই বরং কমে গেছে। অনেক বন্ধুকে দেখি কোনো রকমে খেয়ে দিন কাটাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় নাকি খাবারে ভর্তুকি দেয়! পর্যাপ্ত পুষ্টি না পেলে স্বাস্থ্য ভালো থাকে? খাবারের দাম না কমলে আর টিকে থাকা যাবে না।'