নগর পুড়লে দেবালয় এড়ায় না

সমকাল এন এন তরুণ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ১০:২৫

সংখ্যালঘুর ওপর পুনঃপুন হামলার কারণ বোঝা দরকার বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে; কার্যকারণ সম্পর্কের নিরিখে। কারণ, আবেগ দিয়ে কোনো কিছুর কারণ খুঁজতে গেলে সত্যের সন্ধান মেলে না। একে অপরকে বা এক দল আরেক দলকে দোষারোপের সংস্কৃতিও সত্য অনুসন্ধানের পথে বিরাট বাধা।


মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এমন একটা সংবিধান রচিত হয়েছিল, যার মূল সুর ছিল ধর্মনিরপেক্ষতা। এই সংবিধান বাঙালির জন্য গর্বের-অহঙ্কারের। বস্তুত বাঙালি এমন একটি রাষ্ট্র চেয়েছিল, যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ধর্ম হবে শুধু ব্যক্তির, যার ইচ্ছা সে ধর্ম পালন করবে। আর যার ইচ্ছা নেই সে করবে না। বাঙালি চেয়েছিল এমন একটি সমাজ, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে একে অপরের সহযোগিতা, সহমর্মিতায়। মুক্তিযুদ্ধে এমনটিই ঘটেছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us