ই–কমার্স প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পদক্ষেপ নিয়ে হাইকোর্টের আদেশ অনুসারে মঙ্গলবার আদালতে প্রতিবেদন জমা পড়েনি। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষের উদ্দেশে আদালত বলেছেন, ‘নোটিশ জারির পর তারা রেসপন্স করবে না, এটি কোনো কথা হলো? আপনি সবার সঙ্গে যোগাযোগ করেন। আপনার অফিস থেকে ই–মেইল পাঠান।
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কমপ্লায়েন্স (প্রতিবেদন) বেশি দরকার। আমরা কিন্তু এসব টলারেট করব না।’