জীবিকা নির্বাহ করতে আহার্য, নিত্যকার জিনিসপত্রের জোগান ও সংগ্রহ প্রতিনিয়ত করতেই হয় মানুষকে। কিন্তু রিকশাওয়ালা থেকে শুরু করে ভালো বেতনধারী—সবাই আজ জীবন চালাতে চাপের মুখে পড়েছেন। আমরা জানতে পারছি, করোনা মহামারিতে অর্থনৈতিক ধাক্কায় নতুন করে দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে কয়েক কোটি। এমন পরিস্থিতিতে কোথায় যাবে সাধারণ মানুষ? অস্থির বাজারদর নিত্যপণ্যের। চাল, ডাল থেকে শুরু করে কাঁচাবাজারেও দ্রব্যমূল্য হু হু করে বেড়ে চলেছে।