ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে দিন দু’য়েক আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিলেন। মাওবাদী দমনে সাম্প্রতিক সময়ে এটি প্রতিবেশী দেশের অন্যতম বড় সাফল্য। তবে এর প্রতিশোধ হিসেবে একই পরিবারের চারজনকে হত্যা করেছে বিদ্রোহীরা।
ভারতের আরেক রাজ্য বিহারের গয়া জেলার মউন বার জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের দু’জন নারী এবং দু’জন পুরুষ। গত শনিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। রোববার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।