সবশেষ ‘সাড়ে তিন খানা চিঠি’ নামের একটি এক ঘণ্টার নাটকে কাজ করেছিলেন ২০১৮ সালে। এরপর আর অভিনয় করেননি অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর একটি ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফিরছেন এই অভিনেতা। নাম ‘অন্তরালে’।
শনিবার সন্ধ্যায় মাহফুজ আহমেদের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি জানান, কয়েক মাস ধরেই কথা হচ্ছিল। আজ বিকেলে চুক্তিবদ্ধ হয়েছেন মাহফুজ। ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদের চরিত্রটির নাম মনা। চরিত্রটি বিষয়ে পরিচালক বলেন, ‘পেছনে গল্প ভয়ংকর থাকলেও শুরুতে মনাকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। সেই রোমান্টিক চরিত্রটিতে মাহফুজ আহমেদ দারুণ মানানসই। তা ছাড়া তাঁর সঙ্গে আমি প্রায় আশিটির মতো নাটক, টেলিছবিতে কাজ করেছি। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের অন্য রকমের একটা বোঝাপড়া আছে।’