সীমান্তের ওপারে ইয়াবা কারখানা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১৫:৫২

ভয়ংকর মাদকদ্রব্য ইয়াবা কারখানা না থাকা সত্ত্বেও বাংলাদেশের জল, স্থল ও অন্তরিক্ষে যে মাদকের রমরমা কারবার চলছে, তা দেখতে কোনো অণুবীক্ষণযন্ত্রের প্রয়োজন হয় না। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এত দিন জানিয়েছিল, মিয়ানমার থেকে এ ভয়ংকর মাদকদ্রব্য বা ইয়াবা পাচার হয়ে আসে। সরকারের বিভিন্ন বাহিনীর কথিত সাঁড়াশি অভিযান সত্ত্বেও মাদক আসা, বিক্রি ও ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।


এসব উদ্বেগজনক খবরের মধ্যে যে তথ্যটি আমাদের উৎকণ্ঠা বাড়িয়ে দেয়, তা হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় ভূখণ্ডে বিভিন্ন ইয়াবা কারখানা স্থাপন। গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি ইয়াবা কারখানার তথ্য দেওয়া হয়; যার দুটি পশ্চিমবঙ্গের কোচবিহার ও একটি উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এ ছাড়া মন্ত্রণালয়ে একাধিক ইয়াবা কারখানা আছে বলে জানা গেছে। মিয়ানমার থেকে ইয়াবার কাঁচামাল ‘এমফিটামিন’ এনে এসব কারখানায় ইয়াবা তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us