আজ রবিবার থেকে রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ ও ‘ওয়েবিল সিস্টেম’ থাকছে না— সড়ক পরিবহন মালিক সমিতির এমন ঘোষণার পরে শুরু হয়েছে আরেক নৈরাজ্য। যারা গত সপ্তাহে বাসে ভাড়ার চার্ট ঝুলিয়েছিলেন, তারাও সেটি সরিয়ে নিয়েছেন। ‘ভাড়া বেড়েছে’ দাবি করে করে চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। আর অফিসগামী যাত্রীরা ভাড়া নিয়ে তর্ক করতে করতে যাচ্ছেন গন্তব্যে।
এ নিয়ে কথা হয় এস এম আশিকুজ্জামান নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সিটিং-গেটলক সার্ভিস থাকবে না বলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ’র ঘোষণার পর গাড়ি থেকে ভাড়ার চার্ট ‘নাই হয়ে যাবে’ এটা আগেই ধারণা করেছিলাম। আমি গত বৃহস্পতিবার চার্টের একটা ছবি তুলে মোবাইলে রেখে দিয়েছিলাম। আজ (রবিবার) বাসে উঠে দেখি- ঠিকই গাড়িতে ভাড়ার চার্ট নেই। হেলপার শ্যাওড়াপাড়া থেকে সুপ্রিম কোর্ট ভাড়া চাইলো ৩৫ টাকা। অথচ চার্ট অনুযায়ী ভাড়া ২৪ টাকা।