মোংলা দিয়ে এল মেট্রোরেলের আরও দুই ইঞ্জিন ও চার বগি

প্রথম আলো প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ২১:৪৯

ঢাকায় চলমান মেট্রোরেল প্রকল্পের জন্য আরও দুটি ইঞ্জিন ও চারটি বগি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী ‘এম ভি ব্রাইটলি কোরাল’ নামের একটি জাহাজ। শুক্রবার রাতে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা সমুদ্রবন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

গত ২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে মেট্রোরেলের চারটি বগি ও দুই পাশের দুটি ইঞ্জিন ছাড়াও বিভিন্ন সরঞ্জাম আছে।


শনিবার সকাল থেকে সব মালামাল খালাস শুরু হয়েছে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, গত ৩১ মার্চ এমভি এসপিএম ব্যাংকক প্রথম মেট্রোরেলের চারটি কোচ ও দুটি ইঞ্জিন নিয়ে বাংলাদেশে আসে। এরপর ধারাবাহিকভাবে মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ইঞ্জিন, কোচসহ বিভিন্ন যন্ত্রাংশ আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us