১৩ বছরের বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স। মার্কিন এই পপ তারকার ওপর থেকে তাঁর বাবা জেমস স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব তুলে নিলেন আদালত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত গতকাল শুক্রবার এই আইনি অভিভাবকত্ব বাতিল করেন।
দিনটিকে জীবনের ‘সেরা দিন’ বলে অভিহিত করেছেন ব্রিটনি। এই খবরের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মনে হয় আমি কেঁদে ফেলব।’ অন্যদিকে আদালতের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন তাঁর বাবা জেমি। তাঁর মতে, তাঁর নিজের জীবনের দায়িত্ব আবার নিজে গ্রহণ করার এটাই সময়।
বিজ্ঞাপন