জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না বিসিবি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলছেন, ‘কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন একজন স্থানীয় দিচ্ছি। এটা ১৬ তারিখ ফাইনাল করব। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন করাচ্ছি না। এ জন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।’