দেয়াল চাপা জীবন

বাংলা ট্রিবিউন তুষার আবদুল্লাহ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ১৮:২৩

আমরা হয়তো খুব বড় কিছু নিয়ে ভাবি। চিন্তিত হই। জাতীয় বিতর্ক তৈরি করি, যোগ দেই। ইউপি নির্বাচন, ধর্ষণ নিয়ে আদালতের পর্যবেক্ষণ, পরিবেশ, বাণিজ্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, এসব নিয়ে ‘তর্কাতর্কি’কে বড় তুচ্ছ মনে হয়। কী এসে যায় জীবনে এগুলো নিয়ে আলোচনা না করলে? যখন জীবন চাপা পড়ে যায় দেয়ালে।


দৃশ্যটি সরছে না চোখ থেকে। গলিপথটি আমার চেনা। আজিমপুরের দিকে গেলে ওই পথে প্রায়ই যাওয়া হয়। মেয়ে যখন জেএসসি পরীক্ষা দিচ্ছিল, ওয়েস্ট অ্যান্ড স্কুলে সিট পড়েছিল, তখন তো টানা একমাস গেছি ওই পথে। সপ্তাহ খানেক আগে গিয়েছিলাম আজিমপুর। দেখি পুরনো কলোনি ভেঙে ফেলা হচ্ছে। উঠবে বহুতল সরকারি আবাসন। আজিমপুরের এই পুরনো কলোনি নিয়ে মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কত ইতিহাস। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us