সন্ত্রাস ও জঙ্গি দমনে সাফল্যের চাবিকাঠি

সমকাল আসাদুজ্জামান খাঁন কামাল প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ১৬:৪১

বাংলাদেশ বিশ্বে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ দমনে উদাহরণ সৃষ্টি করেছে। এর মূল কারণ রাষ্ট্রের মূলনীতি, বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক মানসিকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় বাংলাদেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের শতভাগ মূলোৎপাটন না করতে পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার জন্য নানা সময় বিভিন্ন নামে তারা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তাদের সঙ্গে ইসলামিক স্টেট বা আইএসএর যে কোনো সম্পৃক্ততা নেই, আমরা তা প্রমাণ করতে পেরেছি।


বাংলাদেশে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলো সবই এ দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সন্ত্রাসবাদী। তারা কখনও জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), কখনও হরকাতুল জিহাদ, কখনও আল্লার দল ইত্যাদি নাম ধারণ করেছে। ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয়, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে, সিলেটের আতিয়া মহলসহ বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us