বাংলাদেশে প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষাসহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এ ছাড়া, বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও উঠেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ।
সর্বশেষ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ৫ ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) পদে গত শনিবার অনুষ্ঠিত হওয়া প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই দিন দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি পরীক্ষাটি সম্পাদন করে।