উসকানি ও প্রলোভন পছন্দ করেন আফগান-জার্মান চিত্রশিল্পী

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১৭:০০

শিল্পের বিষয় সম্পর্কে ভাবনাচিন্তা করতে উসকে দেয় দর্শকদের৷ তার ক্রেতাদের মধ্যে বিখ্যাত মানুষেরও অভাব নেই৷


বার্লিনের চিত্রশিল্পী মনজুর কারগারের ছবিতে রংয়ের বাহার, অলঙ্করণ ও খোলামেলা ভাব চোখে পড়ার মতো৷ ৫৬ বছর বয়সি এই মানুষটি আফগানিস্তানে জন্মগ্রহণ করলেও শৈশবেই জার্মানিতে এসেছিলেন৷ তার শিল্পকর্মেরউপর দুই দেশের সংস্কৃতির ছাপ স্পষ্ট৷ মনজুর বলেন, ‘‘আমি কে, কোথা থেকে এসেছি? আমার কাছে সেটা পুরোপুরি স্পষ্ট ছিল না৷ কোনো এক সময়ে আমি পুরাকীর্তি নিজের মতো করে আবিষ্কার করেছি৷ প্রাচীন কালের মতো আজকের বিজ্ঞাপন, ফ্যাশন ও হলিউডেও মানুষের সৌন্দর্য্য, তার আদর্শ রূপ তুলে ধরা হয়৷''


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us