দিল্লিতে হঠাৎ মদের আকাল দেখা দিয়েছে। এতে হাহাকার পড়ে গেছে শহরে। মদ্যপানকারীরা দিল্লি ছেড়ে বাধ্য হয়ে ছুটছেন পার্শ্ববর্তী গুরগাঁও এবং নদীয়ায়।
শুক্রবার (১২ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এক সপ্তাহের বিশি সময় ধরে এই অবস্থা চলছে। সরকার শুল্কনীতিতে পরিবর্তন এনেছে। পুরোনো নীতি থেকে নতুন নীতিতে যাওয়ার মধ্যবর্তী সময় হিসেবে গত ১ অক্টোবর থেকে দিল্লির সব বেসরকারি মদের দোকান বন্ধ রয়েছে। এতে এই সংকট দেখা দিয়েছে।