জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোয় রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। যাত্রীদের সঙ্গে পরিবহনচালক ও শ্রমিকদের বচসা, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে। এ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে চারটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেওয়া এক চিঠিতে যাত্রী কল্যাণ সমিতি এ প্রস্তাব পাঠায়। চিঠিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং দূরপাল্লার বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার সরেজমিন চিত্র তুলে ধরে সমিতি।