রোগ নিরাময়ে তুলসী পাতার ব্যবহার প্রাচীনকাল থেকেই। নিয়মিত তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রতিদিন তুলসি ব্যবহারে দূর হবে ব্রণর সমস্যাও। তুলসীর বীজে রয়েছে ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক্স যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা র্যা ডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে।
সর্দি-কাশি থেকে মুক্তি দেয়। বছরের বিভিন্ন সময় তো বটেই এর পাশাপাশি ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির সমস্যা হয়। তুলসীর অ্যান্টিস্পাসমোডিক প্রভাব ঠাণ্ডা লাগলে তা নিরাময় ব্রণ মুক্ত ত্বক পেতে তুলসী ব্যবহার করা যায়। তুলসী পাতা এবং কমলার খোসার গুঁড়া নিন এবং গোলাপ জল যোগ করে পেস্ট তৈরি করুন।