‘কৃষি বিজ্ঞানীকে মারধর করলেন যুবলীগ নেতা, গবেষণা প্লট তছনছ’। আজ ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই সময়টায় এমন খবর পত্রিকা ও অনলাইনে এসেছে এবং সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
খবরের বিস্তারিত আর এখানে আনছি না, তবে এমন খবর হরহামেশা গণমাধ্যমে আসছে। ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনি কর্তৃক যখন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। তখন বেশকিছু বড় আদর্শ ও লক্ষ্যের কথা বলা হয়েছিল।
ঘোষণাপত্রেই উল্লেখ ছিল—বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের অধিকারসমূহ প্রতিষ্ঠাই যুবলীগের মূল লক্ষ্য।