বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্মার্ট ডিভাইসগুলো শিক্ষার্থীদের মনোযোগ কমিয়ে দিয়েছে। কেউই এখন মনোযোগ সহকারে টানা চার-পাঁচ ঘণ্টা বসে পড়তে পারছে না।
শিক্ষার্থীরা ফেসবুকে বেশি সময় ব্যয় করছে। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীর একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।