বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ মিশনে মাঠে নামার আগে স্বাগতিক জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। এই সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) মাঠে নেমেছিল দুই দল। হারারেতে স্বাগতিকদের মাত্র ৪৮ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার সমান ৩টি করে উইকেট নেন। বাকি ১ উইকেট রিতু মনির দখলে। ৪৯ রানের টার্গেট টপকাতে নেমে রুমানা আহমেদ ১৬ ও ফারজানা হক পিংকি ১১ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ৭ ও শারমিন আক্তার আউট হন ৮ রান করে। ৮ উইকেট ও ২৩৬ বল হাতে রেখেই জয় পায় টাইগ্রেসরা।