শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স। পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন। বুধবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরে তাদের সাক্ষাৎ হয়।
এ সময় ফ্রান্সিস সন্ডার্স জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ পাঠানো এবং পরিবেশ সংরক্ষণে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।