নিপীড়িত ও জুম্ম জনগণের অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমা। তিনি স্বাধীন বাংলাদেশের গণপরিষদ সদস্য ও সাবেক সাংসদ। তার জন্ম রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট মৌজার মাওরুম (মহাপুরম) গ্রামে ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর। বিপ্লবী এমএন লারমা ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ছিলেন। তিনি ১৯৫৭ সালে অনুষ্ঠিত প্রথম পাহাড়ি ছাত্র সম্মেলনের অন্যতম উদ্যোক্তা।
১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে যুক্ত হন। পাকিস্তান আমলে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগোষ্ঠীর প্রায় ৫৪ হাজার একর ভূমির ওপর কাপ্তাই বাঁধ নির্মাণ করতে সেখানকার প্রায় এক লাখ আদিবাসীকে স্থানচ্যুত করা হয়। ১৯৬০ থেকে ৬৫ সাল পর্যন্ত কাপ্তাই বাঁধবিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি।