জলবায়ু বিপর্যয় রোধে ব্যর্থতার দায়ে প্রতীকী কারাগারে বিশ্বনেতাদের বন্দি করে প্রতিবাদ জানিয়েছে ‘স্টপ এমিশনস নাও বাংলাদেশ’। বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানায় সংগঠনটি।
সংগঠন থেকে বলা হয়, জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি। কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বিশ্বনেতারা কার্যকর পদক্ষেপ গ্রহণে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পৃথিবীব্যাপী প্রাণ-প্রকৃতির অস্তিত্ব বিনাশের পথে, তার পরও তারা কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাই জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া, উদাসীনতা ও ব্যর্থতার প্রতিবাদে বিশ্বনেতাদের প্রতীকী খাঁচায় বন্দি করে প্রতিবাদ জানানো হচ্ছে।