চলতি বছরের ১০ মাস ৯ দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নির্বাচনকে ঘিরে সাড়ে চার হাজারেরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছেন ৮৫ জন। নিহতদের মধ্যে ৪১ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী।
শুধু চেয়ারম্যান প্রার্থী নয়, সদস্য প্রার্থী নিয়েও ঘটছে খুনোখুনির ঘটনা। নির্বাচনকে কেন্দ্র করে দলের বিদ্রোহী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে প্রভাব বিস্তার ও রেষারেষির জেরেই এসব বেশি ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।