প্রাচীনকাল থেকেই শিশুরা অতি শৈশবে মা-দাদি-নানি-কাকির কোলে বসে কথা বলার আগেই নদী-পাখি-ব্যাঙ-ফুল-ফল নিয়ে রচিত ছড়া শুনতে শুনতে বড় হয়। ঘুমায়। একদিন তাদের মুখে বোল ফোটে। তারাও ছড়া কাটে। ‘আয় রে আয় টিয়ে/নায়ে ভরা দিয়ে/না’ নিয়ে গেল চিলে...।’ আর তারাও নিজের অজান্তে পরিচিত হয়ে ওঠে আমাদের চারপাশে থাকা পাখিদের সঙ্গে। তাদের খাবারের জন্য যেমন উঠোনে খুদকুঁড়ো ছিটায়, ছড়ায়, তেমনি দাদির সঙ্গে উঠোনের রোদে শুকোতে দেওয়া ধানে চড়ুই, শালিক ও কাক তাড়ায়।