মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের বিখ্যাত প্রবন্ধ ‘তৈল’। প্রবন্ধের শুরুতে তিনি বলছিলেন, ‘তৈল যে কী পদার্থ, তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন।’ আর এখন বুঝতে পারছি আমরা। প্রবন্ধটিতে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আরও বলেছিলেন, ‘তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বশতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়। কিন্তু সে তৈল মূর্তিমান।’ এই মূর্তিমান তৈলই আজ আমাদের সামনে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে।