আরিয়ান মাদক মামলা রাজনৈতিক মোড়় নিতে নিতে এখন নবাব মালিক বনাম দেবেন্দ্র ফডণবীসের ‘যুদ্ধে’ পরিণত হয়েছে। একের পর এক অভিযোগের বাণ পরস্পরের দিকে ছুড়ে চলেছেন দুই নেতা। যা বুধবার আরও বড় আকারে প্রকাশ্যে এসেছে। এ বার বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক।