আমরা প্রতিনিয়ত কোন না কোন সমস্যায় পতিত হচ্ছি। একটি সমস্যা দূর না হয়ে বরং নতুন আরো কয়েকটি সমস্যা দেখা দিচ্ছে। হঠাৎ করে ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়িয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে জীবনের সর্বক্ষেত্রে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন এবং আরো লিখবেন। আমি বরং সেদিকে না গিয়ে নিজেদের সতর্কতার বিষয়ে কিছু উল্লেখ করতে চাই। কেননা সমস্যা আর দুর্ভোগকে সঙ্গী করেই আমাদের বেঁচে থাকতে হবে।