বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি তেল ‘পাচার’ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী-বিজিবি।
ভারতের চেয়ে বাংলাদেশে ডিজেলের দাম কম হওয়ায় ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোর মাধ্যমে জ্বালানি তেল পাচার হচ্ছে বলে অভিযোগ ওঠার পর বিজিবির এ উদ্যোগ।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মাহবুব হোসেন জানান, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে যেসব ট্রাক বেনাপোল বন্দরে আসছে, সেসব ট্রাকের তেলের ট্যাংকে কী পরিমান তেল আছে তা মেপে দেখে হিসাব রাখা হচ্ছে আমদানি গেইটে। পণ্য খালাসের পর আবার যখন ট্রাকগুলো ফেরত যাচ্ছে, তখন আবার ট্যাংকের তেল মেপে দেখা হচ্ছে।