এক কিশোর আসামিকে পুলিশী নির্যাতনের পরও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তৎকালীন চাঁদপুরের সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বর্তমানে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর সকালে তাঁকে হাজির হতে বলা হয়েছে।