নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত জীবন ব্যবস্থাই সুন্নাত। এমন অনেক সুন্নাত আছে যেগুলোর প্রচলন করেছিলেন হজরত ইবরাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন মুসলিম জাতির পিতা। তিনিই ‘মুসলিম’ হিসেবে এ জাতির নামকরণ করেছিলেন। আর তিনি এমন কিছু কাজের প্রচলন করে গিয়েছিলেন যেগুলো এখনো মুসলিম উম্মাহর জন্য সুন্নাত হিসেবে পালনীয়। কী সেই কাজগুলো?