সরকারের বাস ভাড়া বাড়ানোর ঘোষণার পরপরই ঢাকা ও চট্টগ্রামে আদায় চলছে ইচ্ছেমত। অনেক পরিবহনই ৫০ শতাংশ বেশি ভাড়া নিচ্ছে। সিএনজিচালিত বাসের ভাড়া না বাড়লেও অনেক পরিবহন নতুন রেটে ভাড়া আদায় করছে।
উদাহরণ হিসেবে চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আলী আকবরের কথা বলা যায়। তিনি বহদ্দারহাট থেকে মিনিবাসে করে নিউমার্কেট যাচ্ছিলেন। বহদ্দারহাট থেকে নিউমার্কেটের দূরত্ব ৬ কিলোমিটার, নতুন রেট অনুযায়ী তার সর্বোচ্চ ১২ টাকা ৩৫ পয়সা ভাড়া দেওয়ার কথা। কিন্তু আকবরকে দিতে হয়েছে ২০ টাকা।
গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'যখন আমি এর প্রতিবাদ করি, তখন হেলপার আমার সঙ্গে দুর্ব্যবহার করে এবং আমাকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয়।'