ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁও পুলিশের কাছে গত জুলাইয়ে অভিযোগটি করেন উত্তর প্রদেশের ক্রিকেটার আনসুল রাজ। গুরগাঁওয়ের সিকিউর স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মালিক আশুতোষ বোরার বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
১০ লাখ রুপির বিনিময়ে তাঁকে সি কে নাইড়ু টুর্নামেন্টে হিমাচল প্রদেশের অনূর্ধ্ব–২৩ দলে জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আশুতোষ বোরা—আনসুল রাজ পুলিশের কাছে এই অভিযোগ করেন।