লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে তথ্য গোপন করে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন মোহাম্মদ আবুল কালাম। তিনি বর্তমান কাউন্সিলর। নির্বাচনী হলফনামায় নিজ নামে থাকা সম্পত্তির বিষয়ে কোন তথ্য উপস্থাপন করেননি। যদিও তার রয়েছে মালিকানা সম্পত্তি। এ নিয়ে পৌর এলাকায় চলছে ব্যাপক আলোচনা। অন্যদিকে আবুল কালামের প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার প্রতিদ্বন্দ্বী পক্ষ।