ব্রিটিশ আমলে ঢাকার যেসব এলাকাকে আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হয় গেণ্ডারিয়া তার মধ্যে অন্যতম। এলাকাবাসী আদর করে যাকে ডাকতো 'গ্র্যান্ড এরিয়া' বলে। এই এলাকা দীননাথ সেন রোডের সাধনা ঔষধালয়ের জন্যও খ্যাতি অর্জন করে। ভেষজ ওষুধের পাশাপাশি সাধনা ঔষধালয় আরও পরিচিতি লাভ করে এখানকার বানরের জন্য।
উনিশ শতকের গোঁড়ার দিকে গেণ্ডারিয়া এলাকায় শুরু হয় বানরের আনাগোনা। ১৯১৪ সালে সাধনা ঔষধালয় চালু হওয়ার পর এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ বানরের জন্য ছেড়ে দেন তার প্রতিষ্ঠানের গোটা একটি কক্ষও। সেই সঙ্গে নিয়মিত খাবারও দিতেন তিনি। শতাব্দী পেরিয়ে গেলেও সেই ঐতিহ্য বজায় রেখেছে সাধনা ঔষধালয়।