চীনের জিনজিয়াং অঞ্চলের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরি ও কয়েকটি যুদ্ধজাহাজের আদলে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্যবস্তু হিসেবে ওই স্থাপনাগুলো ব্যবহার করা হবে। গতকাল রোববার স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে স্থাপনাগুলোর দেখা মেলে। খবর রয়টার্সের
তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বেশ তিক্ত। এর মধ্যে এমন স্থাপনা নির্মাণ, যুদ্ধবিমানবাহী রণতরি ধ্বংসের সক্ষমতা অর্জনে চীনের প্রয়াসের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও এ নিয়ে জানতে চাইলে রয়টার্সের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়