‘এখন থেকে বাসে ওঠার আগে তাহলে (বাসের) নিচে দেখে নিতে হবে। দেখতে হবে সিলিন্ডার লাগানো আছে কিনা; গ্যাসে চলছে না ডিজেলে’— রসিকতা করেই কথাগুলো বলছিলেন আশরাফ হোসেন নামের এক যাত্রী। সোমবার (৮ নভেম্বর) দুপুরে গাবতলীতে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটে যায় পরিবহন মালিক-শ্রমিকরা। গতকাল রবিবার (৮ নভেম্বর) বিআরটিএ’র সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে তুলে নেওয়া হয় ধর্মঘট। বৈঠকে আরও জানানো হয়, সিএনজিচালিত বাস কিংবা মিনিবাসের ভাড়া বাড়েনি, তাই এসব পরিবহনে নতুন ভাড়া আদায় করা যাবে না।