মাথায় ক্যাপ, মুখে মাস্ক, গলায় জড়ানো গামছা আর পরনে পাঞ্জাবি-প্যান্ট। হঠাৎ দেখায় পুরুষ বলেই মনে হবে। অবশ্য কাছ থেকে ভালো করে দেখলে ভুল ভাঙবে। দেখা মিলবে পুরুষের পোশাকে ঢাকা এক নারীর, যিনি নিজের লিঙ্গ পরিচয় আড়াল করে চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার কঠিন সংগ্রাম।নাম তার নূপুর বেগম। রাজধানীর ব্যস্ততম সড়কে রিকশার প্যাডেল ঘুরিয়ে চলে তার জীবনের চাকা।