উপস্থাপনায় ছয় পেরিয়ে সাতে পা রাখলেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাহমুদা মাহা। দর্শকের কাছে একজন উপস্থাপিকা হিসেবেই তিনি পরিচিত, সমাদৃত। তার উপস্থাপনার শুরু ২০১৫ সালে। শুরুর দিকে মাহা বিভিন্ন মঞ্চে উপস্থাপনা করলেও কয়েক বছর ধরে টিভি খুললেই তাকে পাওয়া যায়। চলতি বছর তিনি উপস্থাপনায় সাতে পা রেখেছেন।