করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত অবশেষে ২০ মাস পর টিকার ডোজ পূর্ণকারী পর্যটকদের জন্য খুলছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার বলেছে, সোমবার থেকে টিকার ডোজ পূর্ণকারী পর্যটকরা স্থল এবং আকাশপথে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
গত বছরের শুরুর দিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে মার্কিন সব সীমান্ত বন্ধ করে দেন; তার উত্তরসূরী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই সিদ্ধান্ত পুনর্বহাল রাখেন। মহামারিতে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখায় সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন।