২০২০ সালে সারা বিশ্বে ভাঙা প্রতি পাঁচটি জাহাজের একটি বাংলাদেশে ভাঙা হয়েছে৷ কিন্তু এই শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি৷ স্থানীয় সংস্থা ‘ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের’ হিসেবে, এ বছর এখন পর্যন্ত জাহাজভাঙা শিল্পে কর্মরত অন্তত ১১ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন৷
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং তুরস্কে বিশ্বের বেশিরভাগ শিপব্রেকিং ইয়ার্ড অবস্থিত৷ বাংলাদেশে প্রায় ৮০টি শিপব্রেকিং ইয়ার্ড আছে৷
এই শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৯ সালে ‘হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেফ অ্যাণ্ড এনভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অফ শিপস' তৈরি করা হয়৷ এখন পর্যন্ত ১৭টি দেশ এটি অনুমোদন করেছে৷ তবে পর্যাপ্ত দেশ এখনও এটি অনুমোদন না করায় চুক্তিটি এখনও কার্যকর হয়নি৷ ২০২৫ সাল নাগাদ তা হতে পারে বলে আশা করা হচ্ছে৷