টি-টোয়েন্টি বিশ্বকাপটা যারপরনাই খারাপ কেটেছে বাংলাদেশের। এর ঠিক পরই বড় পরিবর্তন আসতে যাচ্ছে দলের কাঠামোয়। তারই অংশ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে অবশ্য সুজনের এটিই প্রথম দায়িত্ব নয়। এর আগে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ছিলেন তিনি। তবে তখন তার দায়িত্ব ছিল সীমিত।