ভ্রমণ ভিসায় প্রথমে নেওয়া হতো দুবাই। এরপর কাজের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। সেখানে তারা কাজের অনুমতি পেলেও অনেকেই কাজ পেতেন না। এতে মানবেতর জীবনযাপন করতে হতো তাদের। এভাবে গত সাত বছরে পাঁচ শতাধিক বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাচার করে একটি চক্র। সেই চক্রের মূল হোতা নাইম খান ওরফে লোটাস। রাজধানী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।