দুই বছর পর রূপালি পর্দায় ফিরলেন রজনীকান্ত। দিওয়ালি উপলক্ষে গত ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন দক্ষিণের এই সুপারস্টার অভিনীত ‘আনানাথে’ ছবিটি। আর মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই বক্স অফিসে ঝড় তুললো ছবিটি।
রজনীকান্ত অভিনীত ‘আনানাথে’ মুক্তির প্রথম দিন ব্যবসা করে ৭০ কোটি ১৯ লাখ রুপি। দ্বিতীয় দিন ছবিটির আয় ছিলো ৪২ কোটি ৬৩ লাখ। মাত্র দু’দিনে ১১২ কোটি ৮২ লাখ রুপি আয় করে শত কোটির ক্লাবে পৌঁছে গেলো ছবিটি।