ডিজেলের দাম বাড়ার পরদিনই পরিবহন মালিক-শ্রমিকরা যেভাবে সারা দেশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে ভোগান্তির সৃষ্টি করেছেন, তাতে ক্ষোভ ঝরেছে পথে নেমে নাকাল হওয়া সাধারণ মানুষের কণ্ঠে।
শুক্রবার সকালে কাজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে বিপাকে পড়া মিরপুরের একটি শপিং মলের বিক্রয়কর্মী তরিকুল ইসলাম বললেন, “এভাবে হুটহাট বাস বন্ধ করে দেওয়া তো ঠিক না। সমস্যা হলে তারা আলোচনা করে সমাধান করুক, আমাদের জিম্মি করছে কেন?”
বাস বন্ধ থাকায় তরিকুলকে বহুগুণ বেশি ভাড়া দিয়ে রিকশায় করে কর্মস্থলে যেতে হয়েছে, সেটি তার ক্ষোভের একটি কারণ। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকরা তাদের দাবি আদায় করতে যেভাবে হুট করে মানুষকে বিপদে ফেলে দিলেন, সেটা নিয়েই তার মূল আপত্তি।