ভেনেজুয়েলায় ২০১৭ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা তদন্ত করবেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বিক্ষোভ দমনের সময় ১০০ জনের বেশি মানুষ নিহত হন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিরোধী–অধ্যুষিত জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান বলেছেন, ভেনেজুয়েলায় সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করতে যাচ্ছেন তিনি।