ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জের সর্বশেষ রিপোর্ট বলছে, পৃথিবীর দশা খারাপ হচ্ছে দিন দিন। কারণ প্রতিদিনই বায়ুমণ্ডলে জমছে টন টন গ্রিনহাউস গ্যাস। এর খারাপ প্রভাবেই পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, যা এই গ্রহের দুর্দশার অন্যতম কারণ।
ওই গ্যাসের কারণেই আবহাওয়ায় পরিবর্তন ঘটছে। দেখা দিচ্ছে খরা, ঝড়-জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ গলে পড়ছে। এতে উচ্চতা বেড়ে যাচ্ছে সমুদ্রপিঠের। মানুষ বসতি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ছে। বৃষ্টিবাদলের মৌসুমে বৃষ্টি হচ্ছে না। এর ফলে মানুষের সামাজিক-অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনাচারে নেমে এসেছে অস্থিরতা।