বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা যে তাকে বেশ ভালবাসেন, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। দল যেমনই করুক, মাঠের যাই ফল আসুক রাসেল ডমিঙ্গোতে আস্থা রাখছেন দেশের ক্রিকেট কর্তারা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল যখন ভরাডুবিতে তখন আরও দুই বছর সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের কোচ থাকাটা নিশ্চিত করে নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। ঢাকায় ফিরে চুক্তির কথা থাকলেও আগেভাগেই সেটি করে নিয়েছে বিসিবি আর ডমিঙ্গো।
অথচ দল উল্টো পথে। ডমিঙ্গো নিজেও বিশ্বকাপে টানা পাঁচ হারের দায় এড়াতে পারেন না। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দুঃস্বপ্নের এই অভিযান শেষে উঠে এসেছে ডমিঙ্গোর সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের প্রসঙ্গটাও। ডমিঙ্গো কোচের দ্বায়িত্বে থাকার জন্য কতটা যোগ্য-এমন প্রশ্ন শুনতে হলো রিয়াদকে।